সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন প্রস্তাবিত ও চলমান বিভিন্ন প্রকল্পের উপর গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরের দিকে পাউবোর উদ্যোগে পাউবোর হলরুমে এ গণশুনানী অনুষ্ঠিত হয়। এতে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোখলেসুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জেলা জামায়াতের আমীর মাওলানা শাহীনূর আলম খান, ২নং পুলিশ ফাঁড়ির পরিদর্শক আব্দুল মজিদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা প্রতিনিধি আল মামুন প্রমুখ।
এ সময় সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী (হেডকোয়ার্টার) নাজমুল হোসাইন, উপ-বিভাগীয় প্রকৌশলী শাহীন রেজাসহ পদস্থ কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের প্রতিনিধি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি, ভুক্তভোগী জনগন, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা এ গণশুনানীতে উপস্থিত ছিলেন। এ সময় তারা বিভিন্ন প্রকল্পের বিষয়ে মতামত দেন এবং অগ্রাধিকার ভিত্তিতে সিরাজগঞ্জকে নদী ভাঙ্গন থেকে রক্ষা এবং প্রকল্প সমূহের বাজেট বরাদ্দ দেয়ার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানানো হয়।